25 January 2017

বীরেন মুখার্জী




সংকল্প
প্রতি ছুটিবার- সংকল্প করে, ছোঁবে-
প্রচ্ছদ উল্টিয়ে-পাল্টিয়ে-
ঐতিহ্যের গলিপথ কী শিহরণে টুইটুম্বর দেখে নেবে;

নাগরিক সন্ধ্যা, ঝরে যায় ঋতু-ও, ছুটিবার কাঁপে
ফোটে মুগ্ধরঙ, যার মর্মরেও শোভিত- দূরদর্শন;

এমন রণক্ষেত্র- চারু, সরে যায় দূরে- ক্রমশ
অনুদিত রাত্রিপুষ্প তবুও; ছোঁবে-
বিকল্প বাক্যবাণ আর বিরহব্যঞ্জনা উড়িয়ে
যখন জেগে উঠবে আমাদের স্মৃতিতীর্থভূমি-  



মহার্ঘ আগামী
বহুবর্ণ হিম, হেঁটে যায় নির্জন সহস্রাণের পথে-

উপলব্ধ হাওয়ায় যখন নিদ্রিতই আছো, স্বপ্নবিশারদ
তখন শীতকবিতায় অঙ্কন করো হলুদ রাগিণী
স্বীকার করো- রোদও ইশারা দিতে জানে ঢের!
ভাবতে পারো, সান্ত¡নার খুব কাছেই ওঁৎ পেতে আছে
বিষধর ফণা, খোঁপাভাঙা;
কিংবা সময়ের অগোচরে সহিংস সকাল!

নগরবণিক, হেঁটে গেলে কুয়াশার পথে
সহস্রাণে কেঁপে ওঠে- মহার্ঘ আগামী!
________________________

No comments:

Post a Comment