25 January 2017

নয়নিকা সেন





(১)

চেয়ারে বসে ঝিমোচ্ছি । টেবিলের উপর এটোমিক মলিকুলারের শীট... ইতস্তত সব ছড়িয়ে ছিটিয়ে ।
আগামী সপ্তাহ থেকে ফাইনাল একজাম, অথচ...
-
ঘটনাটা শুরু হয়েছিল মাস খানেক আগে।
রোজ সকালে কলেজ যেতে গেলে যাদবপুর - ডালহৌসি মিনিটাই ধরি । সেদিনও ব্যতিক্রম হয়নি... হঠাৎ অচেনা গলার স্বরে ঘুরে তাকালাম ,
"আপনি কি অত্রি?"
প্রশ্নটা যিনি করলেন তাঁকে অবশ্যই আমি চিনি না , কস্মিন কালেও দেখিনি , তবে ? তিনি জানলেন কি করে আমিই অত্রি সেন ?

পরের প্রশ্নটা আরও দ্বিগুণ চমকের ।
"আপনি প্রেসিডেন্সি তো? ফিজিক্স ফার্স্ট ইয়ার? "
গায়ে কাঁটা দিল । আশ্চর্য ব্যাপার তো!!
-
সেই থেকে চলছে। রোজ ... নিয়ম মেনে । সকাল দশটায় দেখা হয় বাস স্টপে, তারপর একসাথে একই বাসে একই ইউনিভার্সিটি যাওয়া এবং আরও চমকিত ভাবে একই ডিপার্টমেন্টে যাওয়া ।
-
পার্থক্য একটিই ... সে ফাইনাল ইয়ার আর আমি ফার্স্ট ।
-
বাড়ি ফিরতে আজ একটু দেরীই হল । ক্লাস শেষে 'তার ' সাথে কফি হাউসে গিয়ে একটু আড্ডা ... তবে একেবারেই সময় নষ্ট তা নয় , কিছু নোটস এনেছি জোগাড় করে ।
সবে জুতোটা খুলেছি , অমনি মায়ের গলা, ... " কি রে ? আজকাল কি তোদের রাত অব্দি ক্লাস হচ্ছে নাকি ? আমরাও তো বাপু কলেজে পড়েছি, কই ? এমন দিন কাবার করে তো ফিরিনি ? "

(২)


রাতে ডিনারের পর মাথায় বাজ পড়লো ।
সবে ঘরে এসে আয়েশ করে মিউজিক সিস্টেম টা অন করেছি , অমনি ... বাবা -মা দুজনেই এসে হাজির ।
" এই রবিবার কোথাও বেরবি না , বুঝলি ? তোর বাবার বন্ধু ... অমিত রায় সপরিবারে আসবেন আমাদের বাড়ি । “
" উনার ছেলে " ... গলাটা একটু পরিষ্কার করে নেন মা , ... " ওর সাথে আলাপ করো , দেখো তোমাদের যদি দুজনের দুজন কে পছন্দ হয় ... "
" ওহ ! এই ব্যাপার ! ? সেই ক্লিশে আরেঞ্জ ম্যারেজ ! " মেজাজ টা খিচড়ে যায় ।
-
যথারীতি নিয়ম মেনে রবিবার আসে ।
বিকেল চারটে নাগাদই হাজির হন অমিত রায়, তাঁর স্ত্রী রুমেলা আর ......

(৩)

আজ এক বছর পার ।
দিনটা আমার মনের অলিন্দে স্থায়ী আসন পেতে বসেছে আজীবনের জন্য, তাই ভোলাটা কষ্টকর ।
আজ ১৭ই মার্চ ।
-
পিছন ফিরে তাকালে সত্যি হাসিই পায় ।
" Don't plan your life , take life as it comes " ------ চির বিখ্যাত এই উক্তিটি কি অদ্ভুত ভাবে মিলে গিয়েছিল আমার জীবনে !
হ্যাঁ । অরিত্র আমার স্বামী । অরিত্র রায় ... সান অফ অমিত রায় অ্যান্ড রুমেলা রায় ... এক্স প্রেসিডেন্সি এবং ... আমার সেই 'সে ' ।

No comments:

Post a Comment