25 January 2017

শ্যামলী চ্যাটার্জী




দিশারী
ব্যারোজ সাহেবের অফিসের ঠিকানাটা
বলতে পারেন কোথায় ?
হাজারটা লোক চলছে পথে
নিচ্ছে না কেউ মাথায় ।
দিচ্ছে না কেউ কানে তেমন
দেখছে না কেউ মোটে
খিদের ডাহায় হচ্ছে সারা
তবু কি আহার জোটে!
পথে পথেই কাটলো বেলা
সকাল হতে সন্ধ্যে,
নিগ্রো বলে হেলা ফেলা
পড়লো বেচারা ধন্দে।
ক্ষুধায় সারা পাগলপারা
অটুট তবু ধৈর্য ,
অসীম ত্যাগের পরাকাষ্ঠা
অবিচলিত স্থৈর্য।
আস্তে আস্তে ঘনায় আঁধার
শীতের প্রকোপ বাড়ে,
শ্লথ গতি, শ্রান্ত দেহ
শেষ আশা না ছাড়ে।
প্যাকিং কেসে ঠাঁই নিলো সে
বাঁচতে আঁধার রাতে,
ভিনদেশী এই সুঠাম যুবক
একলা একার সাথে।
পর দিন এক নতুন আশায়
বাঁধলো সে যে বুক,
উজ্জ্বল তার চোখের আলো
প্রসন্ন সেই মুখ।
চলতে পথে ক্ষীণ এক আলো
মিসেস হেইল হাত বাড়ালো।
পৌঁছে দিল তার ঠিকানাই
যেই কারণে তার আসা হায়।
পরমহংসের আশীষ মাথায়
ব্যর্থ সে কি হয়!
  তেজোদীপ্ত বক্তৃতাতে
করল ভুবন জয়।
আজকের এই বিশেষ দিনে
নমন করি তাঁর চরণে।

No comments:

Post a Comment