25 January 2017

মৌসুমী রহমান





ভ্রান্তি হাঁকে
জীবন বিচিত্র
চাই ষষ্ঠ নেত্র।

কর্মের ঠাঁই
বাঁচার লড়াই!

পথের বাঁকে
ভ্রান্তি হাঁকে...।
 নিয়মের বেড়া
যায় না ছেঁড়া।

ভাঙবে খেলা
ডুবলে বেলা...!
অমোঘ নিয়তি

আধেক হাসি
আধেক কান্না
পৌঁছে দিবে
মরণের কূল।

কাঁদবে পথিক
খুঁজবে পথ...
ঘোর অমাবস্যা
হবে ছিন্নমূল।




অচ্ছুৎ আবেগ! তুই মর!
গলগল করে দু'চোখে জলের ধারা বইছে
জমানো কষ্টের সমুদ্র উছলে ফেটে নামছে
বহু বহু দিনের জমানো কষ্ট...
ভেবেছিলাম আর কাঁদব না কখনো,
ঘুরে দাঁড়াব, নিয়তির যুদ্ধে আর হারব না।
বেহায়া আবেগ তোর মরণ হয় না কেন?
তোর জন্যই আজ আমার এই দুর্গতি!
এতবার গলা টিপে ধরি, শ্বাস আটকিয়ে রাখি
তবু তোর মরণ হয় না!
কেন বুঝিস না? তোর মূল্য নাই।
আবেগ দিয়ে জীবন চলে না, মানুষ বোঝে;
বুঝিনা শুধু আমি, পোড়া কপাল আমার।
বুঝিনা বলেই তোর মত অচ্ছুৎ আবেগকে আগলিয়ে রাখি।
এইতো সেদিন তোকে ভর করেই তো এই সংসারে এসেছিলাম,
লোকটার পাশাপাশি কদম ফেলে হাঁটব বলে,
অতচ এখন আমাদের হাঁটার দূরত্ব থাকে দু'জনের দু'শ মাইল
তা দেখে চেনা দোকানিরা দাঁত কেলিয়ে হাসে
এটা দেখেও তোর লজ্জা হয় না? মরণ!
তোকে ছ'মাস মিথ্যে কথা কচলিয়ে আদর্শ সংসারের স্বপ্ন দেখাল
দু'চারটে কবিতা গুনগুনিয়ে শোনাল
আর তুই জগত জ্ঞান ভুলে চলে এলি!
এসে কী দেখলি? নতুন বউ ধুলোবালি, সিগারেটের টুকরা ঝেড়ে বিছানা পাতলো!
ও ভালো কথা! সেদিন কেন তোর মনে প্রশ্ন আসেনি 'লোকটা সিগারেট এখনো খায়!'
তোকে বিয়ের আগে মিথ্যে বলে তোর মন খেয়েছিল?
প্রশ্নটা আসলেও তুই বেঁচে  যেতিস রে মুখপুড়ি!
সংসারটাকে তাহলে টেনে টেনে লম্বা করতে হত না,
কী করলি? মিছেমিছি মায়া বাড়ালি। তোর মায়ার দাম কে দিল?
দিল না-তো! বেশ করেছে। এখন তুই বসে বসে
'ভালবাসার প্রায়শ্চিত্ত' কর। ঠোঁট উল্টে বুক ফাটিয়া কাঁদ্!
কাঁদারও দাম নেই বুঝলি! কেউ দাম দেয় না এই ফালতু জিনিসটার,
লোকে এটাকে নিয়ে শুধু গল্প বানায় কপালপুড়ি গল্প বানায়!
তুই-ই শুধু মানুষের কান্নার দাম দিস; কে এক লোক? কোথা থেকে এল?
ফ্যাচফ্যাচ করে কেঁদে দু'টা দুঃখের কথা ফাঁদল,
অমনি তুই গলে গেলি,
তোর তো আবার গলার স্বভাব আছে, গলে গলেই তোর এই অবস্থা,
লোকটাকে জাতে উঠাতে গেলি। পরে কী পেলি?
সেই লোকটাই দিল এক গলা ধাক্কা!
শেষে তোকেই জাত থেকে খেদিয়ে দিল।
এখন পঁচে মর, না হয় গলায় দড়ি দিয়ে মর!
মরগে যেয়ে মর, মরে পঁচে যা; সেই খবরও কেউ রাখবে না
মরার আগে জেনে যা, তোর জন্য 'কেউ' চোখের জলও ফেলবে না হতভাগী!
তুই সবার দুঃখে কাতর হতে পারিস, তোর জন্য কেউ নাই বুঝলি? কেউ নাই।

No comments:

Post a Comment