25 January 2017

পিয়ালী বসু





যাপনচিত্র 
জীবন ও যাপনের মধ্যে কোনরকম সাযুজ্য রাখিনি ইচ্ছে করেই । এখন বিস্তৃত করেছি পরিসরের ব্যাসার্ধ, যাবতীয় বিরহ অভ্যাস... 
:
নিজেকে আগলে রেখো জীবন ... স্বল্পকালীন শালীন সংলাপে
অনবরত শব্দক্ষরণ ... আর স্বয়ংক্রিয় মুহূর্তের আলফাজ মেপে
:
আলনায় পাট করে রাখো ছায়া- শরীর
 
যাপনের গালিচায় এখন আত্মানুসন্ধানের সর্বশেষ চিত্রকল্প


বেলাশেষে 
কথা'রা এখন নেমে আসে নৈর্ব্যক্তিক দুর্যোগের মতো 
:
সুদীর্ঘ নীরবতা পালনের মধ্যস্থতায়
 
'প্রেম ' মহানাগরিক সম্পর্কের আখ্যা পায়
 
:
ছুঁয়ে দেখা হয়ে ওঠেনা আর ...
তিনজন্ম পার করে ফিরে আসা প্রথম ঈশ্বর জন্ম মনে করিয়ে দেয়
 
:
চলে যাওয়া ' আসলে অকাল শপথ ভাঙা ... জীবনের মধ্যবর্তী ঋণমাত্র
_________________

No comments:

Post a Comment