বংশানুক্রম ও এপ্রিল
দাদির গর্ভে বারুদের
গোলাপ রেখে
আমার পিতামহ যখন মৃত্যুকে
ভালোবাসে
তখন এপ্রিল, ৬৯-এর এপ্রিল!
এভাবে বহুদিন পর এপ্রিলের
শেষ ক’টা দিন
আমি খারাপ থাকি আর
মনে হয় ‘ভালো নেই’
অতঃপর পিতাজন্মের ৪৪
বছর পর
আমার ভালোবাসাকে ছুটে
যেতে দেখি
এপ্রিলের দুঃখগ্রস্ত
হাত ধরে...
ব্যথিত
আস্তরন
এক.
আজন্ম নীলেরা ব্যথিত!
হায় আমার গোল পৃথিবী
কিভাবে তুমি পৌঁছে দাও প্রেমিকার কাছে!
বিস্ময়! বিস্ময়!!
দুই.
অগ্রহায়ণ ঝ’রে মধ্যশীত
আগুনের মতো হোক আদর
বিশ্বাস কি রাখা যাবে,
সঙ্গমে অথবা অনিদ্রায়!!
________________
_________________

No comments:
Post a Comment