বেসাহারা
কত পথ উড়ে একটি অরলি হাঁস
আত্মহারা হয়ে ডুব দেয় কারো
পুকুরে
ঠোঁটে আনে পুঁটিমাছ
সে সকালে,
আমার ঘর ভাগাভাগি হয়ে গিয়েছিল।
কুয়াশার চাদর উল্টাতে উল্টাতে
পেরুতে পারিনি রাস্তাখানি
আর দেখা হয়নি শেষ মুখ।
আমি শুধুই অরলি হাঁসটি উড়ে
যেতে দেখি।
শীতের দুপুরে
উতরে উঠলো ভাতের ফেনা
চড়ুইছানা নাচছে কার্নিশে
বালুর চরে পুঁতে রাখা
শীতার্ত মন
শিমের মাচানে
নপুংসক বাতাসে বসতি।
বাল্য-বিধবার বুকে
ফেরারি কৈতর গুঁতা মেরে
কাঁদায় জলঘাটে,
জল ছাড়া কেউ জানে না।
_____________________
_____________________

No comments:
Post a Comment