25 January 2017

ফারাহ সাঈদ





যৎসামান্য চিঠি
মোহাইমেন
আমার এই যৎসামান্য চিঠি খুললেই
আলোকবর্ষ তেড়ে আসে
গুটিকয়েক কমলার খোসায়
তোমার কবিতার অহম
এফোঁড়-ওফোড়

আলপথের এই সমগ্র লাল
তবুও কবিতা তোমায় অভিবাদন জানাই!


সিন্দূরিয়া
শিস দিয়ে ফেলে যাও রেলরোড
তুমি মোহাইমেন

মৌরিদানার ছলে
কে কবে কবিতার নামে ক্ষতবই খুলে

ভেবে নাও ইটের ভাষায় শাড়ি পাল্টে
সব লাল আমি রেখে দেবো

নিচুস্বর চাবুক তোমার
ভ্রুণের গা ঘেঁষে হুইসেল

No comments:

Post a Comment