বরষায় অপেক্ষায়...
কাঠগোলাপ শীতের অভিমানে নীলাচলে
নীলাম্বরী আত্মহনন। চাঁদনী সোনার নাক চাবি হয়ে লুকিয়ে আছো। মাঠে সবুজ কচি ঘাস যেমন
ভোরের উদিত সূর্যের ন্যায় গুনছি তোমার অপেক্ষায় প্রহর...
এসে ছুঁয়ে দেবে গোলাপি ঠোঁট, অনন্তযৌবনা
পত্র পল্লবের নধর দেহ। নগ্ন জলখেলিতে অনার্য ঘ্রাণ নেবে, বাতাবীলেবু ফুলের কাঁচা গন্ধে
ভরিয়ে দেব হৃদয় অঙ্গন। তোমার অপেক্ষায় থেকে ঘাসের বুকে মাতমলেবাস জ্বালা ধরে গেছে সিঞ্চনে
অবাধ প্রেমের প্রাপ্তি ঘটবে। রুক্ষ মলিনতা ধুয়ে তোমার সিক্ত আবেশে ভেসে যাবো বরষার
জল হয়ে।
No comments:
Post a Comment