25 January 2017

পাভেল কুবলয়





কৈফিয়ত
বাঘ নই, হরিনের মাংস মসলা লাগিয়ে না খেয়ে পশমের দাগ তরজমা করি।
দাঁতের চাকু কোমরে গুটিয়ে নিয়ে পরিষ্কার করে এসেছি কত আপেল বাগান। বুকের ভেতর বিস্তৃত ভূমিতে বড় হওয়া বিড়াল শস্যের নাকে ঝুলাইনি রূপচাঁদা মাছের পুকুর। পাতে তুলে দেওয়া সুস্বাদু শূকরের পেটি থেকে ছেঁকে ফেলেছি চর্বির লোভ।

জান্নাতুল ফেরদাউস নেমে এসেছিলো আকাশ থেকে, আমি গন্ধমের লোভে পড়িনি। আগার বাতির মিহিদানা উড়িয়ে বসেছি তোমার পায়ের নিচে গ্যালাতিয়া। সমুদ্রফেনা মুখে জপতে জপতে পার হয়েছি সাইরেনীয়ান সুর, ভিজেনি চিত্ত।শুধু একটি ধূপ জ্বালিয়েছি ভেনাসের মন্দিরে, অমনি তুমি চুম্বনের রসালো মাটিতে গজিয়ে উঠেছ, গ্যালাতিয়া।

কাঠুরে নই, এক বনের গল্প সাঁতরে এসেছি, একটি গাছের ছালও নখে খুটিনি, গ্যালাতিয়া। সারা গায়ে কেনো আমার কুঠার ঝুলে আছে?

প্রেম
সঙ্গম থেকে উঠে এসে দেখি,প্রেম সঙ্গম অপেক্ষা অধিক আনন্দের ; যদি সে পুরুষ বীর্যবান হয়
আমার রক্তে তামাক ফুলের চাষ বাড়েনি বলেই তোমার শরীরের ঘাম বন বাড়িয়ে চলেছে বিস্তর মরুভূমিতে।
তারপর ফেরেস্তা বাহিনী নিয়োগ হয়েছে বনের গাছ দ্বারা বেহেস্তের বারান্দা বাড়ানোর জন্য।

_______________________

No comments:

Post a Comment