25 January 2017

জাকিয়া জেসমিন যূথী




গল্পটা দুজনার, একান্ত ভাবনায়
দিগন্তে রাতের আভাস, তারা আর মেঘেদের লুকোচুরি
খোলা রাজপথ, ছুটন্ত পা সহ ছুটন্ত বাহন
ভিড় হতে ভিড়, ঘন ভিড়, ক্ষণ ভিড়
ভিড় হতে ধীর, আরো নীড়, আরো গভীর
দুজনে হেঁটে যায়, কথাতে ডুবে যায়, মজে যায়....

দুজনে হেঁটে যায়, পাশাপাশি কাছাকাছি
টাইট জিন্সের কয়েন পকেটে তালু লুকিয়ে
ছেলে তার বাঁকা কনুই খুলে দেয়, মেলে দেয়
মন চায়, তারে চায়, পাশাপাশি, কাছাকাছি
হৃদয়ের আলাপনে খুব করে মাখামাখি....
.
পাশে ওই চেনা সুরে গেঁথে থাকা রমণী
চঞ্চল খুকিটি সে উচ্ছ্বলা হরিণী
বাহুপাশে গেঁথে নেয়া জর্জেট ওড়নার পাখাদ্বয়
উড়ছে সমস্ত চারিপাশ ঢেকে দি ঢেকে দি
উড়ে যাবে বুঝি দূর ওই সীমানায়
পাশে হাঁটা রাজপুত সাথে নেবে পংখী-ঘোড়ায়...
.
রমণী হায় লাজে লাল, তবু ওরা খুব চায়
দূর হোক মুছে যাক, মাঝের ওই এক হাত দূরত্ব
কাছে এসে, আরো কাছে, দুটি হৃদয় স্পন্দন....
.
তারপরে হেঁটে যায় পাশাপাশি দুটি মন, সুখী প্রেম-ভবিষ্যৎ
খোলা রাজপথে রাত ঘন নির্জন, হিম পাখিদের শুরু উৎসব!!
.
দুটি মন হিমে কেঁপে আরো বেশি অস্থির
হেঁটে যেতে যেতে প্রাণ পায় গল্পটা, সুস্থির!

No comments:

Post a Comment