25 January 2017

রত্নদীপা দে ঘোষ




ইত্যাদি  
টেনিসের খুকুমণিরা বুড়ো আংলার ম্যাপ থেকে এখানে ভূগোলের দিকে সরে আসে ...
কাঁচা-মিঠে অ্যাপ্রন ঘেঁটে হরিণের ধারাবাহিক এই শহর চার ভাঁজ এলাচ ঘ্রাণের মৌরি গ্যালারি এখানে পাতার ক্যামেরা , ঘুরছে বিবাহমঠ সাধের জুয়েলারি ছড়িয়ে দিয়েছে যুবতীর মেওয়া স্বাদ ...
ঊরুহীন চাঁদ উঠছে সন্ধে মাখা শরীরের ঝিরিঝিরি হাওয়ায় প্রান্তিকের স্নানরঙ খুলে দিচ্ছে শহুরে বাথটাব ... এই শহর টিলাহীন উটপাখি ডানায় জড়ানো ফানুসের সেল কোথায় লুকানো ছুরি ছুরিতে লুকানো রেশমের লালা ...
এই শহরের রোগা রোগা চেহারা ফ্রিজারের লালবিন্দু, আধগোল নাভি বৃতিহীন বুক ব্রেসিয়ারে উধাও খয়েরি ... এই শহরকে আমি দেখি দূর থেকে , ঘাড় ঘুরিয়ে ...
এই শহরের সাদা ঠোঁট কুড়িয়ে নিচ্ছে আমার প্রাক্তন প্রেমিক ....



সমুদ্রের গা ঘেঁসে বসে অনুবাদ করছি জল ।
আর ঘাঁটতে মন করে না , না ভিজলেই নয় এমনভাবে তুমি শুকনো হয়ে উঠলে ডাঙা । যেন হরতনের বিবিটি সদ্য কোয়েলপ্রাপ্ত ...
নীল আকাশটাও কেমন মাছ আঁকার বড়শি হয়ে এলো । গত সাঁতারটির চারপাশে পাক খাওয়া খুব বিপদজনক । আমি তাই আলাপ জমাচ্ছি জলের সাথে , চাঁদের সাথে , হাত ধরাধরির প্রকাশ্য সমাবেশে জমিয়ে নিচ্ছি মৃদু পেগের  হাইফেন ...
হরবকত বৃষ্টি আসছে লেখায় , জলের তলায় দাঁড়িয়ে আছে চুপ হাতের তালু , মাঝে মধ্যে দুলে উঠছে নানাধরণের কাব্যনাটক ...সদ্যযুবতীর লীলাঘর ... ঝিমুনি আসছে মিশ্রকলায় ...
তুমি কী এবারে বৃত্তের অনুবাদক হবে ?




এতোদিন পর কেউ নদী হতে পারে না । তোমাকে আঁকড়ে ধরে যে মৃত সেও হতে পারে না নিজস্ব ... ধরো সেই নীল টুকু আভিজাত্যের , তাকে প্রশ্রয় দিও ...
তোমার মেঘ আইডিতে কিছু বৃষ্টি , বজ্রপাতের বর্ণনা ... তুমি ভিজে যেও কিন্তু দোতলা সিরিয়ালের বড় বউটি কিছুতেই হোয়ো না ... খেয়াল রেখো ... তোমার ঠোঁটের কিন্তু পাখি-পাখি স্বভাব ... ডালপালা দেখলেই পিউ কাঁহা পোখরান ...
স্বপ্নে দেখা সেই ইন্দু , বিন্দু বিন্দু রোদের অপর নামে ছরিয়েছে এক আধ দিন দুঃখ ... কতরকম টিউশানি মুখ  ...সরলমনা জানালার গায়ে কেবলি রিং হয়ে যাচ্ছে নিঃসঙ্গ বান্ধবীর হাসি-কান্নারেল ... 
অবুঝ গলির মোড়টি আজ যে সিগন্যাল ছেড়ে গেলো স্বপ্নে ... শরীর থেকে তুলে নিও তার ঝমঝম পাখি ... যখন তখন বর্ণনা দিও সেই গয়না চাঁদের ... কারোর কাছে না হোক , যখন আকাশে খুব অলঙ্কার ... পার্কার রমণীরা ঢেউ তুলছে বুকে
...... আমার কাছে তুমি,  এক ডজন গোধূলি রঙের নদী হতেও পারো ... 

__________________________________

No comments:

Post a Comment