25 January 2017

আহমেদ রব্বানী




আমি রোদ্দুর হতে চেয়েছিলাম
আমি রোদ্দুর হতে চেয়েছিলাম
তুমি বৃষ্টি হয়ে ভেজালে।

আমি সমুদ্র সঙ্গমে যাইনি
আমি যাইনি নদীর কাছে-
আমি শুধু তোমাকেই চেয়েছি।

মেয়ে তুমি আমার হও
আমি ছাড়া তুমি আর কারও নও।



সেদিনও ফাগুন ছিল
সেদিনও ফাগুন ছিল
বসন্ত এসেছিল এই বাংলায়।
বাগানে বাগানে ফুটেছিল ফুল
গাছে-গাছে ফুটেছিল শিমুল পলাশ
কৃষ্ণচূড়ার লাল-
ছিল কোকিলের কুহুতান।
হঠাৎ ফুলগুলো সব ঝরে গেল!
কোকিলের গান থেমে গেল!
সালাম বরকত রফিকের রক্তে রাঙা হল রাজপথ!
ছেলেহারা শত মায়ের অশ্রুতে নদী হলো সারা বাংলা!

সেদিন ৮ ফালগুন ছিল,
বিষাক্ত নখের ছোবল হেনে
হায়েনারা পালিয়ে গেল।
______________________

No comments:

Post a Comment