25 January 2017

দীপঙ্কর বেরা




সম্পর্ক পাহারায় 
অনেকটা দূরের হিসেবে 
বাবা দাঁড়িয়ে চোখে চোখে 
মা হৃদয় পাহারায় 
আরও কিছু বন্ধু সম্পর্কের 
রাতটুকু কাটানো কুঠুরি
ঘোড়সওয়ারের দূর চোখে 
কাছের ঘাস ফুল ফোটায় 
নেমে পড়া যাত্রী চিহ্নে 
মানুষ দাঁড়িয়ে থাকে 

ভেতর বার্তায় তারই নাড়াচাড়া 
তুমি তুমি চিৎকার 
আমি আকাশে চাঁদ ওঠা 
সজ্জায় ফুল সাজিয়ে 
অনন্ত দাঁড়িয়ে 
যুগ বিচারে।

No comments:

Post a Comment