25 January 2017

সুমী সিকানদার




তাকে দাও যৌথ আদল
যেতে চাই তোমার সবটাতে
নিতে চাই যতটুকু পৌছাতে চাও দুর্ভেদ্য।
একমাত্র চুমুতে এক শতাব্দী সঙ্গম পাওয়া হয়ে গেলে
ভোরের ঘন্টা ধ্বনি সাড়া দেয় আলোচেরা সহমতে।
সাবধানে আলগা করি আমারও পরে ছড়িয়ে থাকা
তোমার উপুড় শরীর।
মুখ বাড়িয়ে খুঁজে নেই তৃপ্তিতে বোজা চোখ,
আর গালের ডালিম রঙ।
গর্ভমূলে চাই শস্য, তাকে দাও
চাই তোমার আমার যৌথ আদল,
সহসাই, শস্য কে দেবো তার অধিকারের স্তন।

 

শট-৩
লালসালু পেঁচানো প্রকাণ্ড ডেকচির গলা ধরে,
সারাদিন বিরিয়ানি বাড়ে ছেলেটি।
প্রতি প্লেট একশত টাকা, সাথে রায়তা ফ্রি।
একশত ভাগ সুনিপুণ চাল ও মাংসের বন্টন
ভুলেও মাটিতে পড়ে না চিনিগুড়া।
উপচে পড়া খোশবুদার দানায় উপচে ওঠে কাস্টমার
খাওয়া শেষে তৃপ্তির মৌরী চাবাতে গিয়ে উদাস হয়ে যায়।
বেলা পড়ে এলে, ছেলেটি ঝকঝকে মেজে রাখে দস্তার হাড়ি।
ঘ্রাণ মাখা দুপুরটা ক্লান্তিতে আধশোয়া,
ছেলেটি খুশিমনে খুঁটে খায় শুকনো পাউরুটি, সাথে দরাজ রায়তা ফ্রি
কাল দুপুরে আবার খোশবু খাওয়া যাবে।

________________________

No comments:

Post a Comment