25 January 2017

খালিদ হাসান ঋভু




প্রয়োজনীয় অসুখ
তোমাদের কাছে কিছুই চাইবার নেই আমার
কেন
চাইবো? আমার দেয়ালে টাঙানো শত রঙিন পোশাক
শখের
বাগানবাড়ি, পুকুরের মাছ, ফুলের পরাগ
এগুলো
অনেকের আছে তারা ভালো থাক
তাদের দিকে ছুটে যাক সাদা গাঙচিল, মখমল ছোঁয়া
শরীরের
নিবিড় আলিঙ্গন আর ঘুমপাড়ানি গান

আলোর
বিছানায় শুয়ে একদিন
কোনো
একদিন তারাও বলতে পারে
জানালার
কাছে ভাঙা আলমারি পেলে
প্রয়োজনীয়
অসুখ তুলে রাখা যেতো
 



দূরত্ব
নিমক জলের সাথে অ্যালোভেরা চুলে
তামাটে বীথিকা শুনশান
আরো বহুদূরগামী ছায়াদেহ
যেতে পারে আদরের কাছে
কথা শুনোপল্লবী প্লাবন
মাঝিমাল্লা ডুবে যেতে জানে


শেখাতে শেখাতে যত আরাধনা করো
সাজানো আসরের সাথে
মিলনের তবু ঢের দেরি হয়ে যায়
নিমক জলের সাথে অ্যালোভেরা চুলে

________________________________

No comments:

Post a Comment