রাজার জয়ধ্বনি কিংবা মন্ত্রীর তোষামোদ
বস-এর চাটুকারি অথবা প্রিয়ের আবদার
শিক্ষকের সম্মান এবং গুরুজনের বকুনি
এদের সামনে সবাই রাখে প্রশংসার বাণী।
কিছু নিন্দা পথ চেনে না রাস্তায় রাস্তা হারায়;
আঁধার নিয়ে লুটোপুটি নেড়ি কুকুর লাথি,
কাজের লোক কাজ করেছে তবুও থাকে ধুলো,
বিপক্ষ তো ভাল নয় কথার ফাঁকে তুবড়ি ওড়ে,
পাশের বাড়ি অকারণে গেয়ে ওঠে নাচতে থাকে;
ভাল্লাগে না একটুর জন্য বেরিয়ে গেল লবির জোর।
বিষয় দুটো গুলিয়ে গেল এপাশ ওপাশে
সত্যের গান উঠল গেয়ে সময় অহর্নিশি।
No comments:
Post a Comment