28 December 2015

মোঃ শাহাদাত হোসেন





আমি অবাক হব না,
সূর্য যদি পশ্চিম আকাশে উঠে।
আমি অবাক হব না,
রোজ সকালে যদি পাখিরা না ডাকে।
আমি অবাক হব না,
বসন্তের দিনে যদি কোকিল না ডাকে।
আমি অবাক হব না,
বাঘের খাচায় যদি বিড়ালও থাকে।
আমি অবাক হব না,
বর্ষাকালে যদি ব্যাঙও
  না ডাকে।
আমি অবাক হব না,
নদী তার মোহনায় না মিশলে।
আমি অবাক হব না,
ঘন বর্ষাতেও বৃষ্টি না নামলে।
আমি অবাক হব না,
বৃষ্টির আগে রংধনুর দেখা মিললে।
আমি অবাক হব না,
নজরুল,রবীন্দ্রনাথ আবার জন্ম নিলে।
আমি অবাক হব না,
হিটলার,মির জাফর যদি পীর সাহেবও হলে।
আমি অবাক হব না,
চন্দ্র ছাড়া পূর্ণিমা হলে।
আমি অবাক হব না,
জোনাক পোকা দিনের আলোতে ঘুরে বেড়ালে।
আমি অবাক হব না,
মাছরাঙা জাতীয় পাখি হলে।
আমি অবাক হব না,
শিশিরে ভিজে থাকা ঘাসের উপর মুক্তা-মনি পেলে

আমি হতবাক হব,
যদি তুমি আবারও ফিরে আসো।
আমি বাকরুদ্ধ হব,
যদি তুমি আবারও আমায় ভালবাসো।
আমি নির্বিকার হব,
যদি তুমি আবারও চাও।
আমি হারিয়ে যাব,
যদি তুমি আবারও দুঃখ দাও।

No comments:

Post a Comment