01 December 2015

সানি



 

কয়েকটি ঘুম পাড়ানি ছড়ার শব্দ,
জানতে ইচ্ছে হলে ঐ পরীদের গল্প...
কিংবা দেখতে চাইলে চাঁদের মাতাল আলো,
ঘুমের ছুটি চার দেয়ালের আঙিনায় ।
পেন্সিলে আঁকা ভাবুকের শান্ত স্মৃতি...
বলপেনে ভুল বড় হয়ে যাওয়ার যাতনা!
সবুজ ঘাসে মানিয়ে নেওয়া রঙিন ঘুড়ি...সাদা সুতো।।
ভেবে দেখো ছেলেবেলা সূর্য ডুবি...পড়ার টেবিল কেমন মলিন,
রাত ভর্তি নক্ষত্রের আকাশ...অন্ধকার আড্ডা কোনদিন...
ধুলো পথে রোজকার হাসি, গল্প শত গুনছে পথিক ।
 
সময়ক্ষেপণে ইতিহাস আয়নায় রুক্ষ চাউনি অধিক...
গলির মোড়ে কিছু দাগ কাটা নামের সারি,
অতসব কল্পনা দাঁড়িয়ে সুখ সবে আড়ি ।।

No comments:

Post a Comment