01 December 2015

আজিম হোসেন

































কে তুমি অনুপম রূপবতী
চিরচেনা অনিন্দ্য সুন্দরী নারী;
তোমার ছোঁয়ায় দিতে পারে-
এই মন, তৃষার সমুদ্র পাড়ি।
ছুঁয়ে দাও তবে, আহত হৃদয়-
কামনার স্রোতে গভীর নিশীথে;
অচেনা অনুভবে নিজেকে হারাও
মিটাতে পিয়াস তোমাতে আমাতে। 
চোখের পলকে, অনিমেষ নয়নে
এঁকে নেব দুজনায় ঘনিষ্ঠ প্রণয়;
অনির্বচনীয় প্রেমাবেগে হোক না দূর
আধো লাজ আর কিছু আধো ভয়।
প্রেম সে-তো দুজনার দুটি মনে
বসত করছে কতকাল একাগ্রচিত্তে;
যেন কত যুগ ধরে প্রেমরেখা টানছে-
দুটি মন, বার বার একই বৃত্তে।
সময়ের কাছে যৌবনের বশ্যতা-
মেনে নিয়ে সঁপে দাও, তব কায়া;
কেটে যাক সব অন্ধকার রজনী-
অদৃশ্য বাঁধনে জড়িয়ে, তব মায়া।
বিধাতাকে সাক্ষী রেখে হোক-
না হয়, দুটি মনের একটু বিনাশ;
প্রেমালিঙ্গনে, ঝড়ো বেগে আমাতে-
হোক না হয় তোমার, পুরোটাই সর্বনাশ।

No comments:

Post a Comment