01 December 2015

চৈতী আহমেদ






ম্যাচবাক্সে ঠাসা বারুদকাঠি
সেখানে আমার জায়গা হয় না,
তবু নিজেকে লুকিয়ে রাখবার জন্য
আামার একটা ম্যাচবাক্সই দরকার,
আমি হলাম পেটচুক্তির দাসানুদাস,
হলে কি হবে? পীঠের উপর কুঁজের মতো
যখন তখন বেরিয়ে পড়ে বারুদ স্বভাব!
শ্যাষকালে আইল্যার আগুনে মালিকপক্ষ
পুড়ি মইলে তুই কোন্ঠে যাবু এ্যালা?
ছইলপইলক নিয়া না খাইয়া থাকা নাইগবে।

বিপ্লব ধুইয়া তোমরা পানি খাও না ক্যানে?
নাল পানি লীন পানি...ভোক নাগিলে হামার তো
ফকফকা ভাতই খাওয়া নাগে, আগুন হওয়া
হামাক মানায় না, কুঁজ নুকাইবার নাগি হামার
একটা ম্যাচবাসকোই দরকার!


No comments:

Post a Comment