01 December 2015

শফিকুল রাজু




বটফল
মধ্যাকর্ষের ওপর ঘুরতে ঘুরতে লাটিম ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে;
গোলক ধাঁধার শহরে দু-পায়ের হালের উপর ঘুরে রাতের গায়ে
লুটিয়ে পড়িবাদুড়ের বিক্ষিপ্ত ওড়াউড়ি আর রাত্রিকালীন
নৈঃশব্দ্য করোটির মেঝেতে তৈরী করে চিন্তার বিচ্ছিন্ন সেতু

তোমার চোখকে আমার বটফল মনে হয়কেমন ডাগরসজল!
কতবার নির্লিপ্ত চুমু খেয়েছিদুহাত ভিজিয়েছি আনন্দ জলে
ঘুরতে ঘুরতে দম ফুরিয়ে এলে তোমার কাজলে খুঁজেছি ফুয়েল

যাপিত ভূগোল পড়তে পড়তে ভুলেছি মানবিক মধ্যাকর্ষ সূত্রের দায়
শুনেছি বটফল খেলে মানুষ পাগল হয়ে যায়





অবহেলিত পালক
শিমুলের খসখসে ডালে বসে যে পাখি
রোজ খেয়ে যায় লালফুল
তারে পোষার বাসনা জাগে
অপটু শিকারি আমি নিশানা ভুল করি,বসে থাকি
কখন পাখি উড়ে যায়রয়ে যায় অবহেলিত পালক
আমি বাতাসে পালকের গন্ধমাখি;


No comments:

Post a Comment