01 December 2015

মামুন-সিরাজী





ফিরে আয়
সব ছেলেরা ফিরে এলো
    তুই এলি না ফিরে,
করুন সুরে ডাকি তোরে
আয় ফিরে আয় নীড়ে।

আকাশ ভরা তাঁরার মেলা
 জোছনার আলো ঘরে,
তোর আশাতে আছি বসে
    হৃদয় কান্না করে।

দূরে দূরে থাকিস রে তুই
     বড়ই অভিমানী,
তোর জন্য কেঁদে মরে
   আমার হৃদয়খানি।

দোহাই লাগে ফিরে আয়
    শীতল আচল তলে,
খাঁচার টিয়ে ময়না পাখি
   তোরই কথা বলে।


ছোটন সোনা
ছোটন সোনা-
    ছোটন সোনা;
  একটু ফিরে চাও,
তোমায় দেখাতে নিয়ে যাব
  পদ্মা পাড়ের নাও।

নাওয়ে বসে-
     মধুর দেশে;
  দেবো মোরা পাড়ি,
রাগ করোনা সোনা আমার
   না হয় দেবো আঁড়ি।



চাই না মাগো
চাই যে মাগো স্বাধীনতা
 চাই না কামান-গুলি,
চাই না যে আর রক্ত খেলা
   উড়বে মাথার খুলি।

চাই না জুলুম দুঃশাসন আর
   চাই যে ন্যায়ের তক্ত,
স্বাধীনতা রাখতে ধরে
   দেবো মোদের রক্ত।


No comments:

Post a Comment