01 December 2015

সেলিম রেজা






রহস্যময়তায় ডুবে থাকা জোড়াতালি সময়
একলা মানুষ আমি
স্বপ্ন দলিল তোমার হাতে
শূন্যতা বুকে শুয়ে আছে
আলিঙ্গন- অনিদ্র চুম্বন;
সারারাত বৃষ্টি হল তুমুল বৃষ্টি
হলো সৃষ্টি- নিদারুণ সৃষ্টি
খোলে গেল দৃষ্টি আটকে গেল চোখ
যুবতী শরীর হাঁটুজল পেরিয়ে এসেছে
প্রথম যৌবন, বেশুমার আকাঙ্খায়-
বুকের ভেতর কাঁদে রহস্য প্রণয়;
রহস্য গভীরতায় উত্থান-পতন খেলা
ইদানীং অস্থিরতা বুঝতে পারি তোমার ভেতর
ভালোবাসাবাসি এখন ছুঁতে পারবো না,
তুমিও ছুঁতে পারো না কোন মুখরতা
বুকের উপর এলানো মাথা সকল ছলাকলা
নগ্নতায় শীতের সকাল জানালার রেলিং ধরে
ঘামের জোয়ারে ভাসে স্বপ্নপোকা;
দূর থেকে তাকাও প্রহর ঘেরা জোড়াতালি সময়ে
ইদানীং বুঝি না কোনটা সুখ আর কোনটা দুখ
তুমি দেখতে চাও নিজ শরীরের একাকীত্ব !
এখনো ঘোমটা খুলতে পারলে না রূপ যৌবনা
রহস্য প্রবণ আমি না তুমি?
চেয়ে দেখ বোধের শার্শিতে
কে ডুবে থাকে রহস্যময়তায়!
তুমি না আমি...



পিপাসার জলে মৃগ হরিণের জৌলুস  উৎসব
মুক্ত বিহঙ্গের মতো উড়ে উড়ুক্কু শব্দগুলো
স্পর্শে লজ্জাবতী লতার মতন কুঁকড়ে যায়;
নীলিমার নীলে ঘষে দেয় নাক নিটোল সারস
সাধনার সাধক প্রেমরাগ বাজে মথুরা বৃন্দাবনে
কামুক ঋষি চোখ বুজে, সব্যসাচী বৈরাগী
বাসনার হলাহলে ঢেঁকুর তুলে
ঈশ্বরের সমাপ্তিহীন ক্ষুধায় মাগে জল
সময়ে কাটে চাঁদ করে দু'ভাগ
কালের সাক্ষী বেবিলন, মিশরের পিরামিড়
আঁকাবাঁকা গিরিপথে উন্মাতাল পথিকের কানাকানি
সারাদিন খেলা করে চুমো খায় গালে
লাল শালুকের ঢেউ ওঠে সন্ধ্যার আকাশে
উপুড় হয়ে শুয়ে থাকা মাংশালু ঢিবি-সাংহাই সিটি
ঠোঁটের ধারালো চুম্বনের মতো উত্তাল সমুদ্দুর
পিপাসার জলে মৃগ হরিণের জৌলুস  উৎসব।


No comments:

Post a Comment