01 December 2015

অশ্রু হাসান




শূন্য
মস্তিস্কে তীব্র রক্তক্ষরণ চলছে,
তোমাকে বিদায় মানবী না বললেই কি নয়?
আমি যে সীমার কঠিন হৃদয়ের অধিকারী নই
তা তো তোমার জানার অতীত না মানবী,
তবুও কেন বিদায় জানাতে হবেই বলছো?কেন?

চেতনার মহীরুহ আজ পল্লব শূন্য,
ভাবনার পাখিরা আজ নীড় শূন্য,
আকাঙ্খার রজনী আজ চাঁদ শূন্য,
ভালোবাসার কবি'রা আজ কবিতা শূন্য,
প্রেমের গায়ক'রা আজ বাক শূন্য,
কেননা আমার আমি যে আজ তুমি শূন্য

শূন্য হয়ে আজ যেন আমি এক দিগম্বর পথিক,
যার নেই কোন আশা, নেই কোন ভাষা, 
নেই কোন দিক, নেই কোন ঠিক




একসহস্র বছরঘুমাবো
বুক ভরা বাতাসখাইনাকতদিন? মনেনেই।
প্রানভরাগানশুনিনাকতদিন? মনেনেই।
গুমোটএইঅমানিশায়কতদিনআছি? মনেনেই।
শেষকবেভোরেরকুসুমদেখেছিতাওমনেনেই।
কিচ্ছুমনেনেইআমার, কিছুইমনেআসছেনা

আশারপ্রদীপেরসলতেআগুনদিয়েজ্বালিয়েরেখেছি,
আরঘরেরএককোণেঝিমমেরেবসে
নিবিষ্টচিত্তেপ্রদীপেরউদ্ভাসিতশিখাদেখছি,
কারঅপেক্ষায়জ্বালিয়েছিতাওমনেআসছেনা,
একসময়মনেছিল, কিন্তুএখনতাওনেই।
কেউকিবলেদিতেপারবেতোমরা?
বলেদিতেপারবেকারজন্যেএইঅপেক্ষা?

নয়নেরপলকেজমেথাকাস্বপ্নগুলোকিকিযেনছিল?
হৃদয়েবয়ামভর্তিভালোবাসা গুলোকারজন্যেযেনছিল?
শ্বাস-প্রশ্বাসঘনহতোযেইমেয়েটিরজন্যে
তারকিযেননামদিয়েছিলাম?
ধ্যাত! কিছুইমনেআনতেপারছিনা

আমারভিতরকয়েকটনঘুমজমাআছে,
আমিএকসহস্রবছরঘুমাবো,
প্লিজ, কেউএকটুপ্রদীপটানিভিয়েদাও

No comments:

Post a Comment