01 December 2015

ইমেল নাঈম
























সভ্যতার অপমৃত্যু
যে ফুলগুলো ঝরে পড়েছে অনাদরে তার জন্য
এক মিনিট জুড়ে বিভ্রান্তি ছড়ানো নাটুকে ছল
চোখ ঢেকে দাও বিজ্ঞাপনে, মুখে লাগুক লাগাম
স্বপ্নগুলোবেহাতে হারায়, পচে দুর্গন্ধ ছড়ায়

প্রশ্নেরজবাবে প্রশ্ন আসে, উত্তরের বিনিময়ে
অদ্ভুত নীরবতা বাঁচিয়ে রাখে কৌতূহলী মন
সকাল কতদিন আসে নি, যারা আলোর পথিক
তাদের রক্তে বয়ে চলেছি রাজপথের মিছিল

প্রবঞ্চনাআর প্রহসন - খুব কাছ থেকে দেখি
শোনা যায় আস্ফালন, বেঁচে থাকার গভীর ইচ্ছে
নগর সর্দার দরজায় বসাও কড়া প্রহরা
তোমার ভুলে ঝরছে ফুল, রক্তাক্ত হয় বাগান

ফুলহীন বাগান জঙ্গল মাত্র স্বপ্নহীন প্রাণ জানে
ধ্বংসেরশেষ প্রলয়ে থাকে, সভ্যতার অপমৃত্যু




উপলব্ধি
চাপা আতঙ্ক আর আশঙ্কা আগামীর পথে ঘাটে...
সবাই নীরব, কারো মুখে কথা নেই, গিলে খাচ্ছে
সব অভিমান পত্রিকার পাতা জুড়ে মিথ্যে বুলি
দেখেও দেখে না কেউ কোনো কথা নেই শুধু সহ্য...

লড়তে গিয়ে মরেছে প্রাণ তাকে নিয়ে রাজনীতি...
আমাকে কে শেখালো বাঁচার মন্ত্র, হার না মানার
বিশাল অঙ্গীকার আগুন জ্বালিয়েছি ভুল পথে
কারো কণ্ঠে ঝরতে দেখি নি, জীবনের সংগ্রাম

অন্ধকার মুখ গিলে খায় আমাদের স্বপ্ন সুখ,
এখানে সৃষ্টির চাষবাস বন্ধ, ছেঁড়া তমসুক
জুড়ে স্তব্ধ করা নীরবতা বোকাবাক্স দিয়ে যায়
অবাস্তব জ্ঞান বিতরণ, অবান্তর প্রদর্শনী

প্রচণ্ড প্রিয় ' রাজপথ, শ্লোগানে মুখর সন্ধ্যা
নিষ্প্রাণ পৃথিবী হাতছানি দেয় রক্তের প্লাবনে


No comments:

Post a Comment