04 December 2015

দুর্জয় আশরাফুল ইসলাম

















 


















প্রথম প্রেম আষাঢ়ে বিকেল
শব্দ করো। তুলো কণ্ঠস্বর। শ্রবণে জাগে পিয়াস
আপন কর্মে ব্যস্ত মুখ, তুমি স্বাভাবিক যাও
পরিধি ভাঙে আমারই অশ্রুজল,
বহুদূর গিয়ে ফিরে আসবে, দাঁড়িয়ে কিছু পাথর।
অকৃপণ আকুতি, অস্ফুট হাহাকারে গড়ায়,
গভীরে ভিন সংসার, ভীষণ সরলরৈখিক
হৃদয় উৎসারিত ভাবাবেগ সে তরঙ্গে হারায়।
আমাকেও হারিয়ে দাও আপন গৌরব ধরে -
অশ্রুত পরাজয়ে অন্তঃস্থ ভাষ্য আবর্তন ঘুরে,
স্বর্ণিল শূন্যতা গড়ি দুঃসময়ের পাথর বুকে পুরে।
প্রথম প্রেম, আষাঢ়ে বিকেল তোমায় মনে পড়ে।



একটি ভাঙা চেয়ার দেখে

এ যেন পুরনো স্রোত ধরে কোন এক বিষণ্ণ নদীর জেগে ওঠা
বহুদিন পর আরশিতে দেখে মুখ তোমাকেও মনে পড়া হে শ্রাবণ,
আমিও কতকাল উপেক্ষায় হেলেছি শোক সন্তপ্ত শব্দ ভাষণ।
বলেছি এ আর এমনকী, কথার ভেতর কেবলই নিত্যগমন,
আজ প্রভাতে, অশ্রু ঝরালো অপরিচিত পাচিল ঘেঁষা শ্রুতিমন।

দেখেছি রৌদ্রের আড়ালে খেলছে ঢেউ,
কোন এক রাত্তিরে দেখা আগুন কাঠ নিঃসৃত সোনালি বায়ুর ঊর্ধ্বগমন
বুকের কাছে হাতটি রেখে অনুভূত সে বিশাল শূন্যতা
আসন ছেড়ে চলে গেছে নিয়ে সে রক্তলেখা সম্পর্ককে দূর,
চিরকালীন পড়ে রইলো এখানে অবাক এক সম্ভাষণ।

আজ দিনমান বোধের দেশে অশ্রুলেখা ঘনীভূত হচ্ছে মুহূর্ত অতীত
শিকড় ধরে রাখা মায়া ও মমতায় কাঁপন খেয়ে বলি,
ছেড়ে যাওয়ার অবিরাম চক্রের ভেতর আমাদের প্রকৃত বিলীন।

No comments:

Post a Comment