13 November 2017

তামান্না তাবাসসুম






ক্ষরণ
ভাল থাকা
আর হাজারটা যুক্তি দিয়ে মনকে বোঝানো
ভালইতো আছি
এই দুয়ের মাঝে বিস্তর ফারাক।

লেখা প্রকাশের পরেও কখনো কখনো মন খারাপ হয়ে যায়,
যখন দেখি সম্পাদকের কলমের খোঁচায় অদৃশ্য হয়ে গেছে প্রিয় কিছু লাইন,
তুমি আছো তাও প্লে-লিস্ট পূর্ণ বিরহের গানে


নিজেকে ভেঙ্গে চুরে তোমার মনের মত করে গড়ি
তারপর আবার অস্তিত্বের সঙ্কটে ভুগি।
তুমি নামক শব্দটা এখন অচেনা আর বিষ্ময়কর ঠেকে
তোমার সোজা কথায়ও স্পষ্ট শুনি ভাঙনের শব্দ
প্রতিদিন অনেক কিছু বুঝেও করি না বোঝার ভান
বিশ্বাসের আগুনে পুড়ে পুড়ে অঙ্গার হই রোজ।

সারাদিন মনের মধ্যে তোমার বসবাস
অথচ তোমাকে বলার মত কোন কথা নেই আমার কাছে !

বিজ্ঞান জেনে বুঝেও এখনো চাঁদের মধ্যে বুড়িটাকে খুঁজি,
তোমায় নিয়ে স্বপ্ন বুনি আজও
যদিও ভেতরে ভাঙন ধরেছে বুঝি!




সহজপাঠ্য প্রেম
আয়রে সখা আমরা করি সহজপাঠ্য প্রেম
তুই- আমি তিন সত্যি শুধু, সব জটিলতা ছুমন্তর
কাটাই রূপকথা দিন।

মাধ্যমিকের লুকিয়ে দেখার দিনে
চোখাচোখি হলে ভেংচি কেটে দৌড় ;
কাঠফাটা রোদে ভাগাভাগি আইসক্রিম।

আবার হই জোড়া শালিক চল
তাথৈ তাথৈ বর্ষায় আজ পেখম মেলি চল ।
আঙুলে আঙুলে কাট্টি নিব আঙুলে আঙুলে ভাব
মন কেমন করা দিনে, চুলে কেটে দেয়া বিলি
গাল ফোলালে মান ভাঙানো চিরকুট।

তোর দেয়া হাসি ঠোঁটে পড়ব রোজ
চোখের পাতায় গান !

আমাদের হবে বাবুই পাখির
ঠোঁটে ঠোঁটে বোনা ছোট্ট সুখের ঘর
তোর মানিব্যাগে শিউলি ফুল!
আমার খোপায় ভেজা কদম।।



স্বীকারোক্তি
মানুষ নাকি সত্যিকারের ভাল একজনকেই বাসতে পারে
কবিরা এসব অতি আবেগীয় কথা বলেই থাকে
আমার মত বাস্তববাদী এমন কথা মানবে কেন?
মনোবিজ্ঞান বলে সব প্রেমই মস্তিস্কে একই রসায়নের খেলা
প্রথম দ্বিতীয় বলে কিছু নেই
লজিকও বলে তাই।

ইদানিং মনে হচ্ছে ,
ভালবাসা হল বিশাল এক অনুভূতির পৃথিবী;
সাথে অভিমানেরও
সারাক্ষণ মাথায় তুমি নামক পোকার ভনভন
অতি মুগ্ধতায় বুদ্ধির লোপ ।
অকারণ হাসি আর অশ্রুর সব বোঝে শুধু রবীন্দ্রনাথ!
প্রেমে পড়লে জীবন যেন রোলার কোস্টার!
হঠাৎ খুব পাগলাটে আর সাহসী হয়ে যাওয়া
যখন তখন ঘুম খাওয়া বিসর্জন
নিজেকে ভেঙেচুড়ে তার ছাঁচে ফেলা।
লেখকের উপন্যাস লিখার মত
যত্ন নিয়ে লিখা এক একটা এস.এম.এস ।

হারানোর ভয়ে ভয়ে আগলে রাখা সারাক্ষণ
কি অদ্ভুত নিজের ভাল-খারাপ থাকার উপর
পুরোপুরি দখল নিয়ে নেয় অন্য একটা মানুষ !
এভাবে কখন যে তার হাতের খেলনা হয়ে গেছি
তা বুঝেও না বোঝার ভান;
তার কাছেই ফিরে ফিরে যাওয়া অক্সিজেন নিতে।

কারোতো আর খেয়ে দেয়ে কাজের অভাব পড়েনি যে
জনে জনে এমনটা হবে !
অগত্যা মানতেই হল

নির্লিপ্ত
পরীক্ষায় ফেলের দোষ প্রশ্নের ঘাড়ে চাপানোর মত করে
আমায় ছেড়ে গেছ বলে তোমায় দুষবো না।

এবার আর আগ বাড়িয়ে ডাকবো না।
হঠাৎ কলিজায় মোচড় দিলে
কষ্ট ঢালবো কবিতার খাতায়।

ভূল ভাঙ্গলে কখনো ফের যদি,
বনলতা সেনের মত চোখ তুলে বলবো -
এতদিন কোথায় ছিলেন!

প্রেম
ভাগ্যিস তুই আছিস তাই
রোবটিক লাইফ চাঁদ খোঁজে
মিষ্টি কথায়, ব্যস্ত দিনের ক্লান্তি দূর
ঘুরে ফিরে আয়না দেখা
মুঠোফোনে ফিসফাস।

আছিস বলেই কখনো আবার
ধুত্তুরি ছাই ভাললাগেনা...
পান থেকে চুন খসলেই মনোমালিন্য
খানিক পরেই রঙ্গে ঢঙ্গে মান ভাঙ্গানো

দেরি করে আসলি কেন
আজই শেষ, আর কথা নেই
তারপরে ঘুম পলাতক
চোখ ছলছল
আরেকবার সাধলে ফেরার আশা।

তবুও তুই আছিস বলেই
বিশেষ দিন আরও একটু বিশেষ
মিলমিশে স্বপ্ন বোনা
খা-খা রোদ্রে রিক্সা ভ্রমণ
অম্ল মধূর যাপিত জীবন...।

ষোলআনা বাঙালিআনা
তোর জন্য ক্রাশ খাইনি
প্রেমে পড়েছি।

রিলেশনশিপে নাইতো আমরা
ভালবাসছি।

সুইট কিউট আর ডাকিস নাতো
সুনয়না ডাক।

লুকিয়ে কাল করবো দেখা
চেক-ইন বাদ।

উস্কোখুশকো চুলেই আসিস
স্পাইক টাইক থাক।

আমিও তবে চালিয়ে নিব
হাতখোপাতে।

ফ্রাইড-রাইস না মাওয়া-ঘাট চল
ইলিশ ভাত।

বাঙালী আবেগ সবেতেই তো
বেশি বেশি।

ব্রেকাপ এর বদলে বরং
ছ্যাঁকাই দিস!

 



No comments:

Post a Comment