09 April 2017

সুনীতি দেবনাথ





সোনালি ডানার চিল 
জীবনানন্দ দাশের চিল আর দেখি না। নিঃসঙ্গ রাত একা একান্তে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে এখনো। শেষ রাত ধীরে বিভাবরী, জাগরণের, ঘুম আসে না। হঠাৎ উদ্দাম আন্দোলন, না বলা চলে ঝড়ো হাওয়ার মাতন। কাঁপছে থিরথির ঝরছে কুচি কুচি। শুয়ে আছি ঘাসেদের মোলায়েম বিছানায়। কল্পনার সবুজ ঘাসের মিহিকোমল আস্তরণ বিশেষে। দুহাতে সরিয়ে দিচ্ছি ঐ অন্ধকার কুয়াশার মোহজাল, নাকি অতীতের দরজা খুলছি। এক আকাশ খরখরে রোদ! নীলবাহার কোথায় গেলো? আয় না! আসে আরো রোদ! প্রখর তপন তাপে দহনজ্বালা! ঝালাপালা!দূরে বহুদূরে কালো ক'টি বিন্দু...একটা চক্র, আবর্তিত হচ্ছে নেমে আসছে, চোখের লেন্স ছবি আঁকছে! নামছে ...কয়েকটি চিল ঘুরপাক খাচ্ছে ! হায় চিল সোনালি ডানার চিল ...আমার অতীতের চিল, বর্তমানে অদৃশ্য। আর দেখা হবে না নিরালা ভবিষ্যতে অন্তহীন ঐ বর্তুলাকার আকাশের পরিসীমায়। সোনালি ডানা আর ত্রিকালের সমুদ্রের উপরে সাঁতার কাটবে না। পালক খুলে খুলে যায়... সুখ যায় দুঃখ যায় প্রেম যায় প্রাণ...সাঁতার কাটে নৈঃশব্দের অতলান্তে ... সোনালি রোদের বাস্তব হারিয়ে যায় পরাবাস্তবতার তীরে...জেগে উঠি নিঃশব্দ নৈশঃব্দে! হায় চিল, কল্পলোকের সোনালি ডানার চিল!
কাজরী,৪ অক্টোবর, ২০১৬






সূর্য হতে চাই
অন্দরমহল আমার সদাই যুদ্ধক্ষেত্র ...তিনজনার লড়াই ...সেকী ধুন্ধুমার! কেউ প্রবল!কেউ মিনমিন বড় দুর্বল! কেউ খোলাচোখে চেয়েই আছে, দেখছেই শুধু দেখছেই, কত ছবি কত কথা কত সুখ দুঃখ হাসি কান্না মিলন বিরহ বেদনা ...ছবি শুধু ছবি ...এঁকে যায় বিশাল ক্যানভাসে ছবি আর ছবি! জীবনের কাহিনী জীবনের কথা গল্পমালা! লিখছে! কেউ জীবন্ত কঠোর প্রস্তর অস্তিত্বে যুক্তিবুদ্ধি নিয়ে ছেনি চালিয়ে খাঁটি নিখাদ সত্যের মূর্তিটি গড়ে নিতে চায় নিত্য। বাড়াবাড়ি একদম নাপসন্দ। আহা পাথরেরও ফুল! মেরুদণ্ড খাড়া নির্ভীক সূর্যদর্শী! আরেকজন তার ভেতর জ্বলছে আগুন ...অন্দরে অন্তরে, শব্দ সাজায় ভাবের ঘোরে এলিয়ে দুলিয়ে ছলছলিয়ে। কখনো শব্দেরা মশাল হয়ে আগুন কখনো বা প্রেমে ভালোবাসায় কোমলকান্ত মরমী দরদিয়া ...আবার উদ্দীপ্ত অগ্নিশিখায় লেলিহান হয়ে দ্রোহে প্রতিবাদে আকাশ বাতাস কাঁপিয়ে চুরমার করে দেয় কায়েমি স্বার্থের দুর্গকে ... নতুন সূর্য ঝলমল দিন! প্রদীপ্ত সূর্য তোমাকে প্রণাম, সব লড়াই বন্ধ করে আমাকে জ্বালিয়ে তোলো তোমারই মত! আমার এই আকাশে আমি জ্বলন্ত প্রভাময় আলোকিত সূর্য হতে চাই!
কাজরী,১২ নভেম্বর, ২০১৬


No comments:

Post a Comment