নিত্যপুরাণ
কিছু প্রসন্নরোদ বারান্দা ছুঁয়ে গেছে
রোদকে ভেবে
রাখি আটলান্টিক রিজ
স্কাইভিউ
বিলবোর্ডের ছবিগুলো নেমে আসে
কুয়াশায় গলা
ডুবিয়ে রাখি ক্যাপ্টেনের নামে—
শান্তসমুদ্র
রুখে দাঁড়ায় দিকভ্রান্ত আমার হয়ে
উত্তালের
মতো এমন তীব্র কটাক্ষ যায় রয়ে
শখের রোদ দূরে
সরে যায় প্রহর প্রহর মেপে;
নাবিক, —তীরের
কলকাঠি বাতাসে কাঁপে দেখো
শহরের
গম্বুজ নামে তীক্ষ্ণ—সুচের
মতো বুকে
নোনতা
বাতাসের হাহাকার নামখানি তার;
কেসে আয়েগা
ইতনি হিম্মত, দেখো—
রোদ সরে
যায়, ছায়ারাগ নামে ক্লান্ত লাগে নিরেট
এক সমুদ্রে
দুইজন থাকি দুই সমুদ্র দূরে।