০১
এবং ফুলের অশেষ থেকে
জীবন নেমে যাচ্ছে উদ্বেগের গহীন। যেখানে পল্লবের ভীড়ে পিঁপড়ার মৃদু যাতায়াতে— পথ পৃথিবীর
মুখে বসন্তের দাগ। ততোদিনে আমাদের স্মৃতিতে শৈত্যপ্রবাহ— তাড়া খাওয়া হরিণের দৌঁড় সরণিতে
সমস্ত পরাজিত জীবন।
আধখাওয়া পেয়ারায় কীটের
খাদ্য দৃশ্য আমরা তবুও মেনে নিতে পারি না।
অথচ ফুলের তাঁতে বুনে
চলেছি শিশুর ভাষা—
০২
জানলার পাশে একা!
বইপড়ুয়া মেয়েটার মতো
বসে থাকা হালকা হাওয়ার কী জানা আছে—
গৃহপ্রবেশের জন্য একটা
দরজাও থাকে…
০৩
শীত জানে: বসন্তেরও
আছে— অতীত!
No comments:
Post a Comment