১.
কালের ছোঁয়াচে বিষ
আজ নয় কাল আমাদের ছোঁয়
তখন একখানি সাদা কুয়াশার চাদর
বিধবার ঘোমটার মত
টানা দেওয়া থাকে আমাদের মনের উপর...
২.
সময়টা
ভালো নয়
সুখের
চেয়ে অসুখের দাপট
এখন
অনেক বেশি-
খুব
একটা সুন্দর নয়
এই
জল- মাটি -আকাশ
শুধু
আমরা নিজেদের মতই
নিজেরাই
খাপ খাইয়ে নিয়ে চলি
৩.
এখানে
প্রতিটা দিন এক একটি নতুন নাটক-
এই
নাটক শেষ হবার নয়
এই
নাটক মিথ্যা বেঁচে থাকার
এই
নাটক মিথ্যা স্বপ্ন দেখার
মিথ্যা
ভালোবাসার....
৪.
প্রেম বা ভালোবাসা ছাড়া
কি'বা থাকে দেবার?
পুরোনো স্মৃতি ছাড়া
কি'বা পরে থাকা ভাবার?
তোমার সাথে এক হাতে হাত রেখে চলা
একসুরে কথা দিয়ে গান
-এসব ছাড়া কি 'বা রয়ে যায়
আমাদের ধূসর জীবনে বেঁচে থাকার...
৫.
ফুলের
যেমন গন্ধ থাকাটা স্বাভাবিক
এবং
গন্ধের টানে
ভ্রমরের আকৃষ্ট হওয়াটা প্রাকৃতিক
তেমনি
মনের কারণে মন
হৃদয়
আবেগে হৃদয়
এবং
প্রেমের টানে প্রেম হওয়াটা
নিতান্তই অস্বাভাবিক বা অপ্রাকৃতিক কিছুই নয়।
৬.
দীর্ঘ
আলিঙ্গনের চেয়ে
এক সেকেন্ড
কৌতূহলী দৃষ্টিতেই
মনে
হয় বেশি সুখ অনুভূত হয়...
-এই
সুখ বাসনার নয়,
এই
সুখ কামনার নয়
এই
সুখ নিষ্কাম ও প্রাকৃতিক
বিস্তর
মরুভূমিতে এক টুকরো সবুজ দ্বীপের মত
প্রতিফলন
ঘটায়...
৭.
শিশুকালের
ধারাপাত থেকে
ডিগ্রী
পাশের নোট বুক
বহু
কিছু দেখায় চোখ
তবু
অনেক বাকি থেকে যায় দেখা
আমাদের জীবন এক একটি কলঙ্কিত উপন্যাস
আর
আমরা সবাই তার এক একটা
প্রধান নষ্টা চরিত্র...!
No comments:
Post a Comment