27 March 2018

কাজী জুবেরী মোস্তাক- কবি আর কবিতা


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আর বাঙালের পিতা 
পাঁচ ফুট এগারো ইঞ্চি ছিলো তার দৈহিক উচ্চতা

আমি বলছি ১৯৭১ এর ৭-ই মার্চের সেই কবির কথা
আবৃত্তি করেছিলো সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতা ৷

রেসকোর্স ময়দানে উন্মুখ হয়ে আছে দর্শক শ্রোতা
শুনবে কবির মুখেই দরাজ কণ্ঠের বিদ্রোহী কবিতা ৷

একজন কবি সব বাঁধাকে পায়ে ঠেলে মঞ্চে উঠলো
স্ব-কণ্ঠে আঠারো মিনিটের একটা আবৃত্তি করলো ৷

আমি বলছি এই বাঙালের শ্রেষ্ঠ সেই কবির কথা
যার তর্জনীতেই ছিলো এ জাতির স্বাধীনতা আঁকা

তর্জনীটা উঁচিয়ে দরাজ কন্ঠে একটা কবিতা পাঠ
লক্ষ জনতায় ভরপুর সেদিনের সে রেসকোর্স মাঠ ৷

দ্রোহের আগুনে ভরা ছিলো তার বিদ্রোহী কবিতা
সে এক রক্তে আগুন জ্বালানো জ্বালাময়ী কবিতা ৷

লক্ষ জনতাকে একাত্ব করার এক বিদ্রোহী কবিতা
মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখানো সে এক কবিতা ৷

আমি বলছি সেই কবি আর বিদ্রোহী কবিতার কথা
নাম তার শেখ মুজিবুর রহমান এ বাঙালদের পিতা ৷

No comments:

Post a Comment