মানুষমাতাল হয়!
মানুষ মদ খায়! কেউ কেউ না খেয়েও মাতাল হয়…কেউ কেউ মাতাল হয়ে বৌয়ের ব্লাউজে নাকগুজে থাকে…কেউ কেউ চাঁদ দেখার ছলে মাঝরাতে ছাদে উঠে পরকীয়া করে…কাজিনের ওড়নাটা ঝুলে গেলে কেউ কেউ চেয়ে থাকে গরুর মতো… কেউ কেউ রাতকে দিন ভেবে জেগে থাকে ঘোড়ার মতো।
কে বলেছে মানুষ মদ খায় না? মাতাল হয় না?
মানুষ মদ খায়! কেউ কেউ না খেয়েও মাতাল হয়;
কুমুদিবালা
আমাদের বিস্তর ব্যবধান দৃশ্য__
ইদানিং তোমার সময় কিনে নিয়েছে আলোকোজ্জল মঞ্চ;
মনোহর সাজ আর নৃত্যের পান্ডুলিপি মেলে ধর মঞ্চে,
আমি র্দশকসারির পেছনে দৈর্ঘ্যে কম বলে উঁকি দেই
ঘোরলাগা বিস্ময়ে দেখি__
কুমুদিনী ঝাড়ে ফোটা কুমুদিবালা।
________________________
No comments:
Post a Comment