অবিনাশী
তিন-চতুর্থাংশ জলের পৃথিবীতে
হতে পারি আমি কেবলি এক ফোঁটা জল
কিন্তু হে পৃথিবীর নদ-নদী, সাগর-মহাসাগর,
বিখ্যাত জলপ্রপাত আর
চির প্রবাহমান ঝর্ণারা জেনে রাখো
আমি আমার আনবিক শক্তির সাহায্যে
একটি বিন্দু থেকে আরম্ভ করে
সিন্ধুর সীমানা ছাড়িয়ে
মহাবিশ্বের সর্বত্রই গেঁথে দিতে পারি
আমার অস্তিত্বের অবিনাশী শেকড়।
সকালের সূর্যালোকের তাপে
ভোরের শিশির কণাটি আমি অদৃশ্য হয়ে গেলে
ভেবো না নিশ্চিহ্ন হয়ে গেছি,
আমি তখন জলীয়বাষ্প হয়ে
হাওয়ায় মিশে রূপান্তরিত হয়েছি মাত্র
আর ক্রমশ ছুটছি মেঘের পানে
পৃথিবীর অন্য কোন স্থানে
বৃষ্টি হয়ে ঝরবো এ বাসনায়;
অথবা অচেনা কোন দেশের সবুজের বুকে
আবারো শিশির হয়ে জন্মাবো, জ্বলে উঠব
আরেকটি সকালের সূর্যালোকে।
সুতরাং আমার লয় নেই, আমি অবিনাশী।
________________________
No comments:
Post a Comment