25 October 2015

ভায়লা সালিনা লিজা



আনন্দ-বেদনা বৈশাখী পূর্ণিমা

আজ রাতে দেখি আমি তন্দ্রায় বিবশ সবে
পাখিদের কোলাহল বৃক্ষের মর্মর
কি এক বৈদেহী সুরে
বিভাসিত চরারচর চাঁদ আর তারার প্রণয়ে
সুগত, দু'চোখ শুধু 
কেন বার বার এই কান্না ফিরে আসে
ভরে তোলে আমার হৃদয়!
পাহাড়ের মতো কেন ছাপিয়ে ওঠে।
ব্যথা নেই জ্বালা নেই কোথায় কান্নার উস।

_______________________

No comments:

Post a Comment