তুমি আমার
ভালবাসা, প্রেম বা মোহ নও
যখন তুমি
দুরে ছিলে
একদম নাগালের
বাইরে অধরা, অচেনা, অজানা
এতটাই যেমন
আকাশের বুকে চাঁদ
অনেক ভাল ছিলাম।
শেষ বিকালে
যখন দেখা হল
তখন তোমাকে
স্পর্শ করার সাধ্য নেই আমার
এখন তুমি
আরও বেশী নাগালের বাইরে
তোমার বুকে
বসত গড়ব, একফোঁটা জমিনও
খালি নেই।
তবুও তোমার
কষ্টে হই নীল আর
তোমার সুখে
রঙ্গীন।
শুধু তোমার
কথা ভেবেই রাত্রিদিন একাকার।
তুমি আমার
ভালবাসা, প্রেম বা মোহ নও
বরং তার চেয়ে
বেশী কিছু
ব্যাখাহীন, নামহীন
এই সম্পর্কের
কোন শেষ নেই
তবু তোমাকে
দেখতে চাই পরিপূর্ণ।
একা
পাখি
একা পাখি
পালাবে কোথায়?
অনেক পথ, নদী,সাগর, পাহাড়
পেরিয়েও
যে পথের
শেষ নেই,
আলো নেই, আশা নেই, পথা জানা
নেই
কেবলই ছুটে
চলা।
তবুও চলতে
হয়
কষ্টের জাল ছিন্ন
করে
এক টুকরো
জোছনার আশায়।
যদিও বন্দি
পাখি আজ এক নিঠুর
পৃথিবীতে
জীবন থেকে
থাকে না যেখানে,
ছুটে চলে নিরন্তর,
তবুও চলতে
হয় ।
একা পাখি
পালাবে কোথায়?
No comments:
Post a Comment