06 March 2016

লিজা সালিনা ভায়লা




যদি কোনদিন কিন্তু আর কবে

দুই যুগ কাটালাম
কিছুই হলো না
তবুও আশায় আছি
আগামীকাল ফিরে দেখা হবে অনন্ত দৃষ্টির ভূ-ভাগে অন্তহীন
সবুজ স্বাধীন ঘাসেদের ইচ্ছা ব্যাকইয়ার্ডের পাঁচিল বেয়ে একদিন
হাতে হাত আলতো ছুঁয়ে রেখে হঠা
বের হয়ে নিরুদ্দেশে
স্বপ্ন দেখে বজ্রের নির্ঘোষে
ঘুম ভাঙলে স্বপ্নগুলো সমুদ্রের গর্জনে আছড়ে গর্জে উঠে
একটি নতুন দিনের, শব্দহীন নৈঃশব্দের কোলাহলে।

কিন্তু অনেক বছর তো কেটে গেলো আর কবে?



No comments:

Post a Comment