কাব্যচাষী
পৃথিবী একটা জটিল প্যাঁচের বসবাস ভূমি
দীর্ঘদিন এ ভূমে বাস করে তিনি দেখেশুনে
বোধের ফলায় জমিন যত্নে চাষলেন আর
ভালো ফসলের বীজ বুনলেন দু-হাতে সতত
চাষী বেশ পাকা, ফসলও তাই সোনা হলো যেন
দিনদিন তাঁর ক্ষেত হয়ে গেলো বিস্তৃত মাঠ
ভাণ্ডারে তাঁর সোনার ফসল উঠে গোলা ভরে গেলো
আমাদের তরে সব রেখে চলে গেলেন কাব্যচাষী
বাংলা ভাষার অমর সব্যসাচী।
বংশী বাদক
সৈয়দ শামসুল হক আমাদের এক পাকা বংশীবাদক-
রাখালের নাম
বাঁশরী বাজিয়ে রাখাল হলেন তিনি সাহিত্য মাঠে
আমরা সকলে শুনলাম তাঁর যাদুকরী সুর
বাঁশরী বাজাতে বাজাতে ফুরিয়ে এলো বসবাস
ছুটি হলো তাঁর একাশি বছর পরে মহাকালে
বিরহের জলে ভাসলো সকল ভক্ত হৃদয়
কালের ওপারে তিনি,এই পারে তাঁর মহাজয়।
=================================================================================
No comments:
Post a Comment