স্বাধীনতার
উল্লাস আজ মনে হয় ফিকে
যখন
দেখি মানবতাটা মরছে ধুঁকে ধুঁকে,
স্বাধীনতা
আজ পরে আছে আস্তাকুঁড়ে
আর
পরাধীনতা দেখি বুক উঁচিয়ে চলে৷
ভাষার
স্বাধীনতা তো পেয়েছি বায়ান্নতে
তবুও
বলার স্বাধীনতাটাও চাইতে হচ্ছে,
গণতন্ত্র
নামক বিজয় পেয়েছি একাত্তরে
গণতন্ত্রেরও
স্বাধীনতা দরকার আজকে৷
বলতে
গেলেই যদি গলাটা দাবিয়ে ধরো
তবে
বায়ান্নয় এ জাতি কি পেলো বলো?
চুপ
করে থাকাই যদি হয় বাকস্বাধীনতা
তবে
আমি চাইনা তেমন বাকস্বাধীনতা৷
যে
গণতন্ত্রটা এসেছিলো বিজয়ীর বেশে
সে
গণতন্ত্র আজ মুখ থুবড়ে পরে আছে,
আর
পরিবারতন্ত্র বিজয়ীর বেশে ঘুরছে
নির্বোধ
বাঙালী তাতেই হাততালি দিচ্ছে৷
আর
না অনেক হয়েছে অনেক দেখেছি
বায়ান্নয়
পাওয়া বাকস্বাধীনতা চাইছি,
ত্রিশ
লক্ষ শহীদের রক্তের গণতন্ত্র খুঁজছি
চাইছি শকুনের ছায়া পরা পতাকার মুক্তি