ওরা সবাই জীবনের উদাহরণ
প্রতিকৃতি জীবনের,
সম্ভাবনা পৃথিবী চালনার; চলনের।
নড়ছে না কেউ!
আবার কাওকেই ঠিক মৃত-ও বলা যাচ্ছে না!
মৃতের রঙ সবুজ কী করে হয়? প্রশ্ন সেখানেই
যেন কারো আগমণ টের পেয়ে গেছে,
ঝর্ণাধারাটিকেও দেখো, বাঁধন হারিয়েছে
ফিসফাস কথা বলে- কে, কার সনে?
তবে কি কাওকে কেউ কোন কথা বলে যাচ্ছে?
জলের ধ্বনি আর বাতাসের কানাকানি ছাড়া নিশ্চুপ আর
সব,
মেঘের ওপারে; দিগন্তে শায়িত সূর্য বিশ্রামরত।
হামাগুড়ি দিয়ে ঢুকে তমিস্র।
হঠাত চোখের সবুজ পাপড়ি মেলে দেখে
আড়মোড়া ভেংগে হাসে স্মিত
ওমন একাগ্রতা ভাংগেনি কেন দিনে?
মধ্য যামিনীতে তবে কে আসে?
কা'র ধ্যানে তার সারাদিন গেছে?
জীবন-বাগানে তবে কে সে?
তমিস্রা?