21 December 2017

গুচ্ছ কবিতা- নাসিরুদ্দিন শাহ্


শাড়ির মঞ্চ
দেখ দেখ আগুন নদীতে বৃষ্টি হচ্ছে মহিষ পালানোর বেগে!
পৃথিবী ঝলসে যাচ্ছে সেই রূপজলের প্রসারতায়! তুমিও
কি পুড়ছো কোন মধুর যন্ত্রনায়! নেমে এসো সভ্যতার সব
শাড়ির মঞ্চ বাতিল করে। উন্মোচিত হোক শরীরের বিরুদ্ধে
শরীর! মুখোশের অন্তরালে মুখ কিংবা আড়ালের প্রতিঘাতে
নিপুণ রৌদ্র-উন্মুক্ততা।




বিমূর্ত ট্রেন
একটি চলন্ত ট্রেনের পা গুনে গুনে
স্বপ্নের ভেতর ঢুকে গেলাম
দেখি দু’লাইন সমান্তরালে দেখাচ্ছে
ফানুস মগজের জ্যামিতি
আশাহীনতার কাঠঠোকরার ঠোঁটের
মতো চিকন ভূগোল কথন
অনবরত বিপরীতগামী ঢেউ আছড়ে
পড়ছে ঘুম অথবা স্বপ্নে



ভাবনারাগ
হেমন্তের এই বিকেলে ঝরে পড়া নি:শ্বাসগুলো ঘুমিয়ে
পড়ে বাড়তি আদরে। মন হারিয়ে যায় শিউলি ফুলের
ঘ্রাণেবেশ খানিকক্ষণ নিস্তব্ধতা এসে বাস করে
জীবনের পাশাপাশি। চুপচাপ বসে তাকিয়ে থাকিয়ে
থাকি চলে যাওয়া প্রহরের দিকেতারপর বিপরীত
ভাবনা এসে আমাকে নিয়ে যায় আক্ষরিক বাস্তবতার
আতত রাস মেলায়।
এভাবে চলে যেতে থাকে সময়ের ঘোড়াগুলো ক্রমশ
আড়াল হয়ে যায়যতদূর দেখি আড়াল হয়ে যায়।



পাখিসমগ্র
নি:শ্বতার  ইতিহাস ঝরে পড়ে রংহীন সময়ের দেয়ালে
শূন্যতার ভেতর ছদ্মবেশে মুখ লুকায় রাত জাগা ফড়িং
শ্বেতপাথরের অচল মুগ্ধতা ডেকে আনে সমূহ সর্বনাশ
আশার ভেতরেই বাস করে অচেনা উড়াল পাখিসমগ্র।



কুয়াশা পত্র
আজ যেন পৃথিবীটা কেমন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে
কুয়াশা ভেদ করে নেমে আসছে পলাতক প্রেমিকগণ
বুকে অশান্ত সমুদ্রের মতো অচেনা ভালবাসা তাদের।
বাক বদলিয়ে কামুক ভালবাসা কোথায় যে চলে যায়!
তারপর একাকিত্বের কাচঘরে বসে দেখে, ফেলে আসা
জীবনের পাইন ট্রি।

প্রতিদিন কুয়াশা জড়িয়ে স্মৃতির-চোখ খুঁজে নেয় মিথ্যে
আলিঙ্গন: আবার বেড়িয়ে পড়ে নিজের ভেতরে নিজে
যে কিনা তার প্রেমিকাকে কখনই পেতে চায় না
পাছে তার প্রেমটাই মিথ্যে হয়ে যায় এই ভয়ে!
জীবন-কুয়াশা প্রেম-পত্র হয়ে উড়ে যায় গির্জা মন্দির
আর ফসলের অর্থহীন বিচলতায়। কুয়াশা কেটে গেলে
বেঁচে থাকায় নেমে আসে পারিজাত দিগশূন্যতা।


বিবসনা বিভ্রম
প্রতিটি বিশ্বাসের ভেতরে থাকে ছলনার মায়াজাল, শরীরী
কুয়াশা ভেদ করে যে প্রপঞ্চ এগিয়ে আসে...হতে পারে
তা বরফের ছুরির মতোই প্রাণ বিনাশী। কত প্রহর কত
কাল পরে যে, অবিশ্বাসের বালির ঘর ভেঙ্গে পড়ে তার
খবর বা কে রাখে! তারপরও কেউ কেউ বেঁচে থাকে
বিশ্বাসের স্বাপ্নিক মালভূমিতে...।

অঙ্গার হওয়া হৃদয় বুঝে গেছে বহু পরে...বিশ্বাসের
সমার্থক , গহীন খাদে যার কেন্দ্রভূমি।
অবিশ্বাসই বেঁচে থাকার সান্তনা জোগায়: যেখানে নেই কিছু
হারানোর ভাবনা।