08 October 2016

ফারাহ্ সাঈদ



সমুদ্র ডেকে ডেকে কাছে নেয়
শুনি তার হাহাকার
ক্ষুদ্র ক্ষুদ্র গানের অভিমান
কণাবালির ফেনায়িত মুখ
আহা অমায়িক থালার ভান!

আমিও কাছে গিয়ে বলি
তুমি কি অথৈ গল্প?
না কি নুনের অধিকার?
দিনমানের উত্তর জানে না সে

সমুদ্র হে,আত্মার টানে
উবে যাওয়া ঢেউ এর কসম
আলেয়ায় ডুবে
তুমিও তো হতে পারো প্রেম
নুনের রহম
অনাত্মীয় হতে দূরে
একটি জাহাজ কৃষাণ-বউয়ের
নুন মাখা গর্জন শোনে একা!

_______________________

No comments:

Post a Comment