সমুদ্র ডেকে ডেকে কাছে নেয়
শুনি তার হাহাকার
কণাবালির ফেনায়িত মুখ
আহা অমায়িক থালার ভান!
আমিও কাছে গিয়ে বলি
তুমি কি অথৈ গল্প?
না কি নুনের অধিকার?
দিনমানের উত্তর জানে না সে
সমুদ্র হে,আত্মার টানে
উবে যাওয়া ঢেউ এর কসম
আলেয়ায় ডুবে
তুমিও তো হতে পারো প্রেম
নুনের রহম
অনাত্মীয় হতে দূরে
একটি জাহাজ কৃষাণ-বউয়ের
নুন মাখা গর্জন শোনে একা!
_______________________
No comments:
Post a Comment