08 October 2016

অহ নওরোজ





আলোফোঁটা রোদের দিনে রঙিন এই শহরে
সমস্ত দেহ যখন আদরে, অবসরে
শান্তির মত যখন সকল রহস্যের ওপারে
আলোড়িত হতে থাকে মধুর আবেশে,
কিংবা মহানীল রাতের
সকল অন্ধকারের ভেতর ঝকঝকে তারা যখন
শেফালীর মত নরম হয়ে ফোটে,
তখনো আমার মস্তিষ্কে আক্ষেপের সকল বিন্দু
হারের দানার মত এক হয়ে মালা গাঁথে দুঃখের।
হায়!
আমার দাঁতগুলো যদি হলুদ হয়ে যেত!
আমার নখ, লোমকূপের সকল রঙ যদি
হিংস্রপশুরঙে ধূসর হয়ে যেতো
আমি হয়তো শান্তি পেতাম;
শরীরে একরাশ মৃত্যু পুষে রেখে
তবু বোধহয় একটুখানি স্বস্তি পেতাম।

জন্তুর ভেতর বসে থেকে থেকে মানুষ হয়ে কি লাভ? 


No comments:

Post a Comment