চার অক্ষর
চার অক্ষরের একটি শব্দের সন্ধানে
সে রাতে আমরা এক হয়েছিলাম
ক্লাসে সবসময় ফার্স্ট হওয়া 'চশমা
আবির'
আআ হাসতে থাকা 'বোকা জামশেদ'
'ডানপিটে রবিন' আর মোটাসোটা ছেলে
'খাদক ফাহিম'
আমরা সবাই ছিলাম একসাথে...
সংখ্যাটা হয়ত তখন দুইশত ছাড়িয়ে
ওই প্রান্তের 'তার্কিক শুভ' 'কবি
নাসির'
সামনের রাস্তায় থাকা 'পাগলা রহিম'
আর ছিলেন আমাদের 'প্রফেসর হাবিব'
প্রত্যেকে ঘর ছেড়েছি সেই রাত্রে
শুধু চারটা অক্ষর নিজেদের করে
নিতে
.
চার অক্ষরে গড়া 'স্বাধীনতা' বুঝে
পেতে
আমরা একদিন হেঁটেছিলাম
অনিশ্চিত কিছু দুঃস্বপ্ন হাতে
নিয়ে।
চার অক্ষরের 'দেশপ্রেম' শব্দটা
আঁকড়ে রেখে
আমরা গিয়েছি রক্তের মাঝ সাগরে
.
কিছু টুকরো স্বপ্ন কুড়িয়ে নেব
বলে
আমাদের দিন আটকে ছিল
ধূসরিত কোন ভবিষ্যতের হাতে
রাতগুলো সব জমা ছিল
আলোকিত এক নক্ষত্রের চারপাশে
আমরা হারিনি
বাঁধা মানিনি
এসেছে মৃত্যু তবু পথটা আমরা ছাড়িনি
আমরা ছিলাম একসাথে
চার অক্ষরের স্বাধীনতার সন্ধানে।
No comments:
Post a Comment