যৎসামান্য চিঠি
মোহাইমেন
আমার এই যৎসামান্য চিঠি
খুললেই
আলোকবর্ষ তেড়ে আসে
গুটিকয়েক কমলার খোসায়
তোমার কবিতার অহম
এফোঁড়-ওফোড়
আলপথের এই সমগ্র লাল
তবুও কবিতা তোমায় অভিবাদন
জানাই!
সিন্দূরিয়া
শিস দিয়ে ফেলে যাও রেলরোড
তুমি মোহাইমেন
মৌরিদানার ছলে
কে কবে কবিতার নামে ক্ষতবই
খুলে
ভেবে নাও ইটের ভাষায় শাড়ি
পাল্টে
সব লাল আমি রেখে দেবো
নিচুস্বর চাবুক তোমার
ভ্রুণের গা ঘেঁষে হুইসেল
No comments:
Post a Comment