মাতাল প্রণয়
তোমার ঐ তপ্ত ঠোঁটে
যখন ভালোবাসা উঠেছিল জেগে
বনফুলের সুবাসে এমন
মৌন মাতাল প্রণয় ছোটেনি আগে।
দখলের নেশায় ঢেউ
জেগে ওঠে রক্ত নদীতে
ডুবে যেতে যেতে ডুবি নাই
নেশার ঘোরে ঘোর লেগেছে সুখের গদিতে।
বিবর্ণ বিষাদ ধুয়ে
অলিক স্বাদ লুঠছো অধরে
হঠৎ ঘুম ভাঙতেই ভীষণ তৃষ্ণা পায়
মধ্য রাতের আদরে।
প্রতিদ্বন্দ্বী
ভালোবাসার চেয়ে বেশি প্রেম
ছবির চেয়ে ফ্রেম
রুপের চেয়ে রুপসী মেম
জানিনা কতটা হারালেম।
এখনো তুমি হাসো
আমার চোখের জলে ভাসো
এখনো তুমি আসো
তবু অন্যকে ভালোবাসো।
ঘুমের চেয়ে স্বপ্ন বেশি
মুখের চেয়ে হাসি
সময়ের চেয়ে দুঃসময় বেশি
টাটকার চেয়ে বাসি।
সুখ ছাড়া সুখি সে
ইউরো ডলার ভালোবাসে
একদিন ছিল পাশে পাশে
তাই কষ্ট মুচকি হাসে।
No comments:
Post a Comment