আকাশকথা
ডেকেছে কলেমা- নীলমেঘ পাখি- রাতের আড়ালে, আবডালে জেগে
রেখেছো কি মনে ধূসর আকাশ -মার্বেল চোখ?
চোখের পেয়ালা জুড়ে যাকে এঁকে যাও -মেঘের আলোক মালায় রোজ খুঁজে যাও,
কখন সে সমুখে দাঁড়ায় দেখেও দেখো না-
তিরতির কাঁপে তবু ঠোঁটের যুগল নাও-সফেদ স্বেদের তসবিহ দানা নিমেষে চিবুকডাঙায়।
অথচ অচিন আমি- বেগানা পুরুষ নয়, নয় কোন আজনবি-আগন্তুক
হঠাৎ আমাকে দেখে নেচে ওঠে নীরব নাকফুল;
তোমার দুচোখ চেনে, তোমার দুঠোঁট চেনে- জানে বোঝে কপোলের বিন্দুবিন্দু ঘাম।
আঁখির ত্রিভূজ কোণে নিঃসঙ্গ রাতের খামে এখনো তো জেগে আছে আকাশের নাম!
জল ও কাজল
ইলিশ চন্দন বাবুই দূর অভিবাসী-মরুর মায়ায় ছোটে মেঘনা ও নদী
শাদাকালো পাখি দলিত দোয়েল তাকায় পেছনে ফিরে,
আমার গানের পাখি ভোলে ডাকাডাকি-গোধূলির ঘরে বাজে মহুয়ার পালা;
শিস তার আজ বিষ ফিসফিস বুকের বিবরে বাজে অচিন আয়াত,
বিরান বারান্দা জুড়ে ক্ষরণের ঘুণ-
গুলতির চোট এক গলায় গেঁথেছে দুপুরের গানে ভাঙে রোদের রেহেল।
ঘরোয়া গানের পাখি-পেয়ারার পেটে বেয়ে নেমে এলো হলুদ বিকেল,
স্মৃতির ছিলিম ভরে ধূসর পানসি এক সমুখে দাঁড়ায়;
আঁধারের যোনি ছিঁড়ে নদী তিরতির- জল ও কাজল পোড়ে ভাটির ডাঙায়।
No comments:
Post a Comment