সব যে গুছিয়ে নিলাম
কোথায় যাব?
কার কাছে যাব?
কেউ তো নেই অপেক্ষা করার
কেউ করবে ও না অপেক্ষা
তবে যে গোছালাম, কি হবে গুছিয়ে?
তলিয়ে যাচ্ছি অতলে কি এক অজানা টানে
চোরা বালির মত ডুবে যাচ্ছি
কোথায় যাচ্ছি আমি?
কোথায়?
তবে কি এই স্রোত, আমায় নিয়ে যাবে-
একশ বছর পেছনে?
যেখানে ফেলে এসেছিলাম কাউকে
স্মৃতি হাতরে ফিরি
... কাকে ফেলে এসেছিলাম
পুরোনো কোন প্রেমিক?
কোন মনের মানুষ?
কই না তো!
সবাই তো আমায় ফেলে চলে গেছে!
তবে কে ডাকছে আমায়?
তবে কে ডাকছে আমায়?
হাত ইশারায়-
উঠোনের তুলসী দেখে মনে হয়
ঐ-তো ওখানেই জীবন্ত পুঁতে ছিলাম আমার আমিকে
উঠোনের তুলসী দেখে মনে হয়
ঐ-তো ওখানেই জীবন্ত পুঁতে ছিলাম আমার আমিকে
একশ বছর আগে
সে ডাকছে আমায়...
সে ডাকছে আমায়...
No comments:
Post a Comment