01 December 2015

চারণ































ভূত ভবিষ্যত

সামনে ভোট কি চমৎকার
টাকার জোরে মনোনয়ন তার।
জিতবে সে ভোটে অস্ত্র হাঁকিয়ে
না হয় জিতবে টাকা বিলিয়ে।
অপার বৈভব -বিত্তশালী
লাঠি-বন্দুকে প্রভাবশালী
নতজানু সব তাহার হুকুমে
থরথর কাঁপে প্রতি দমে দমে।
ব্যাবসা তন্ত্রে রাজনীতি যার
জনতা'র কল্যাণমন্ত্রে শপথ তাহার।
উসুলিবে, সে সুদে-আসলে
জল না থাকিলেও নদী-খালে-বিলে!
এসব দেখে -জুটে যাবে তারও কিছু অন্ধ ভক্ত
বাহবা-সাবাস-এ করিবে গগন মুখরিত-করিতে কড়ি রপ।
জনতার নেতা -রাতে আর দিনে
ব্যাবসা চালাবে-ধনতান্ত্রিক মননে ।
জনতা সাধারণ -সাধনারই রবে
আকাল আঁধারে হামাগুড়ি খাবে ।
ব্যালট-বুলেটে হয়ে একাকার
গঠিত হবে স্থানীয় সরকার!
নগর-গ্রাম-মহল্লা-পাড়া
দলা-দলি করে লাগাবে নাড়া!
গণতান্ত্রিক ক্ষমতায়ন কল্প
প্রজাতন্ত্র তটে বিকশিত করবে স্বপ্ন!
প্রকারান্তরে আশা করে জনতা
ভাগ্যে জুটুক যোগ্য নেতা
সততা নিষ্ঠা জনতার টানে
পাশে রবে যে সামগ্রিক উন্নয়নে
তেমন নেতা আজ পিছনের সারে
ভূত ভবিষ্যৎ তাই অন্ধকারে!!



No comments:

Post a Comment